শীতে চাই শুষ্ক চুলের ঘরোয়া যত্ন

rupcare_dry hair care at winter

তেই নিষ্প্রাণ হয়ে পড়ে। হারিয়ে ফেলে উজ্জ্বলতা। আর শীতে তো এর বাড়তি যত্ন প্রয়োজন। শুষ্ক চুলের যত্ন নিয়ে জানাচ্ছেন বীথি’স হারবালের রূপ বিশেষজ্ঞ বীথি চৌধুরী।

শ্যাম্পু নির্বাচন

চুলকে ময়েশ্চারাইজ করে এমন শ্যাম্পু বেছে নিন। এতে চুল অতিরিক্ত শুষ্ক হবে না। কেনার সময় শ্যাম্পুটি শুষ্ক চুলের জন্য উপযোগী কি না দেখুন। তবে ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরো বেশি শুষ্ক হয়ে যেতে পারে। কারণ শ্যাম্পু করলে চুল ন্যাচারাল অয়েল হারায়, তা ফিরে আসতে অন্তত দুদিন সময় লাগে। এ ক্ষেত্রে দুদিন পর পর শ্যাম্পু করুন।

কন্ডিশনার

চুল সতেজ রাখতে কন্ডিশনার ব্যবহার করুন। চুলের গোড়া থেকে কমপক্ষে তিন সে.মি. দূর থেকে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল চকচকে হবে। মসৃণও লাগবে।

হেয়ার সিরাম

চুল চকচকে আর মসৃণ করতে হেয়ার সিরাম উপযোগী। এটা ভেজা চুলে ব্যবহার করলে চুলের শুষ্ক ও নিস্তেজ ভাব দূর হয়। চুলে দ্রুত শাইনিং ভাব আসে।

কেমন চিরুনি

শুষ্ক চুলের ঘরোয়া যত্নবড় ও ফাঁকা দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করলে চুল ছিঁড়বে না, ভাঙবেও কম।

বড় ও ফাঁকা দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করা ভালো। এতে চুল ছিঁড়বে না, ভাঙবে কম।

স্ক্যাল্পের রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়ও দ্রুত হবে।

ড্রায়ার ও আয়রন

অতিরিক্ত আয়রন ও ড্রায়ার ব্যবহারের কারণে চুল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। যতটা সম্ভব তা এড়িয়ে চলুন। যদি ব্যবহার করতেই হয়, সর্বনিম্ন তাপমাত্রায় ব্যবহার করুন। ড্রায়ার চুল থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে রাখুন।

হট অয়েল ম্যাসাজ

সপ্তাহে অন্তত এক দিন হট অয়েল ম্যাসাজ করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। চুল মসৃণ হবে।

ঘরোয়া যত্ন

* একটা পাত্রে পরিমাণমতো টক দই নিন। এবার এর সঙ্গে ডিমের সাদা অংশ আর দুই চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলগুলো ভাগ করে নিয়ে সব চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

* চুলের পরিমাণ অনুযায়ী সমপরিমাণ মধু ও অলিভ অয়েল নিন। ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় এবং সব চুলে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করুন।

মাসে একবার ডিপ কন্ডিশনিং

শ্যাম্পু করার সময় স্ক্যাল্পে নখ লাগাবেন না।

শ্যাম্পু করার পর একটি পাত্রে অর্ধেক পরিমাণ পানি এবং অর্ধেক পরিমাণ ভিনেগার নিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল ঝলমলে হবে।

টিপস

* যেকোনো ধরনের কেমিক্যাল সেবা থেকে যতটা সম্ভব দূরে থাকুন।

* প্রচুর পানি পান করুন। মৌসুমি ফল এবং শাকসবজি খান।

* বাইরে যাওয়ার সময় ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। রোদে দীর্ঘক্ষণ ঘোরাঘুরির করলে চুল ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply